Thursday, October 2, 2025
spot_img
Homeবিনোদনছেলে ঝিনুকের প্রেম-সহবাস নিয়ে শ্রাবন্তীর মাথা ব্যথা!

ছেলে ঝিনুকের প্রেম-সহবাস নিয়ে শ্রাবন্তীর মাথা ব্যথা!

টলিউডের বিতর্কিত গ্ল্যামারাস নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের(Shrabanti Chatterjee)ছেলে ঝিনুকের প্রেম-সহবাস(Relationship) নিয়ে শ্রাবন্তীর মাথা ব্যথা!) ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়(Abhimanyu Chatterjee) ওরফে ঝিনুক(Jinuk) বেশ কিছুকাল সময় ধরে দামিনীর সঙ্গে সম্পর্কের রয়েছে। সোশ্যাল মিডিয়ায় দামিনী যথেষ্ট সক্রিয়। পেশায় দামিনী ঘোষ মডেল(Model Damini Ghosh)।
কিশোর বয়সের এই প্রেম নিয়ে মা শ্রাবন্তী বেশ কয়েকবার মুখ খুলেছেন। বেশ কয়েকটি সাক্ষাৎকারে টলিউডের এই সুন্দরী অভিনেত্রী বলেছেন তার সন্তান তার বন্ধুর মতো। জীবনের ছোটখাট সিক্রেট যে মায়ের সঙ্গে শেয়ার করে। ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশ প্রমাণও দেখা গেছে টলিউড অভিনেত্রীকে।
প্রসঙ্গত, খুব অল্প বয়সে পরিচালক রাজিব বিশ্বাসের(Rajib Biswas) সঙ্গে গা-ঢাকা দিয়ে বিয়ে করেছিলেন তিনি। রাজীব ছিল তার প্রথম স্বামী। তাদেরই একমাত্র সন্তান অভিমন্যু অর্থাৎ ঝিনুক। রাজীবের পরিচালনায় বেশ কিছু ছবিতে শ্রাবন্তী কাজ করেছিলেন। সে সময় মা বাবার সঙ্গে অভিমন্যুকে শুটিংয়ে আসতে দেখা যেত। রাজীবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শ্রাবন্তীকে বেশ কয়েকবার আবার বৈবাহিক সম্পর্কে জড়াতে দেখা গেছে।
সমস্ত রকম বৈবাহিক সম্পর্ক থেকে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী এখন বেরিয়ে এসেছেন। যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। যা সংবাদের শিরোনামে জায়গা করে নেয়। যদিও সেদিকে কর্ণপাত করেন না অভিনেত্রী। সম্প্রতি শুভ্রজিৎ বৃত্তের পরিচালনায় ‘দেবী চৌধুরানীর’ শুটিং শেষ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
গুঞ্জন শোনা যায় নাকি অভিমন্যু প্রেমিকার সঙ্গে একসাথে থাকেন। অর্থাৎ লিভিইন এ আছেন। ছেলের সহবাস নিয়েও মুখ খুলতে ছাড়েননি বিতর্কিত অভিনেত্রী। আর তাতেই কি মা শ্রাবন্তীর আপত্তি! যদিও মুখে শ্রাবন্তী বলেন জীবন একটাই তাই যে যেটাতে ভালো থাকে সেটা করাই উচিত বলে তিনি মনে করেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে শ্রাবন্তীর মত ‘ও যেভাবে এগোতে চায় তাতেই আমার সম্মতি আছে। মা হিসেবে আমি সবসময় পাশে আছি। ‘

Read More

Latest News